মনু মিয়া একজন উলটো মানুষ। উলটো মানুষ আবার কী? তাকে ইংরেজিতে কিছু লিখতে দিলে সে উলটো করে লিখে। যেমন তার নাম Monu mia লিখতে বললে সে লেখে aim unoM। তোমার কাজ হচ্ছে একটি প্রোগ্রাম লেখা যেন সেটি এই উলটো লেখাকে সোজা করে দিতে পারে।
ইনপুটে একটি লাইন থাকবে। এই লাইনে সর্বোচ্চ 200টি অক্ষর থাকতে পারে।
ইনপুটে যা থাকবে, আউটপুটে তার উলটো প্রিন্ট করতে হবে।
Monu mia
aim unoM
100128 টি সাবমিশন
71 টি প্রোগ্রামিং সমস্যা
6581 জন ইউজার